বিপণিবিতান ও দোকানপাট খুলে দেওয়ার দাবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় এক মাস ধরে বন্ধ থাকা দেশের সব দোকানপাট ও বিপণিবিতান আগামী ১ মে থেকে খুলে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আপতত স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি চেয়ে গত সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে আবেদন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া। আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি বরাবরও দিয়েছেন তাঁরা।

Leave a Reply